স্টাফ রিপোর্টারঃ
৯ ডিসেম্বর ২০২২ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
একবিংশ শতাব্দীতেও নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং, যৌন হয়রানির মত সামাজিক ব্যাধি নারীর অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকসহ সকল ক্ষেত্রে নারীর স্বতঃস্ফূর্ত অবস্থান ও সমঅধিকার নিশ্চিতকরণে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা পাঁচজন জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়।