স্টাফ রিপোর্টারঃ

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে স্মৃতিময় করতে “বালুসাইর মানব কল্যাণ সংগঠন” এর “ফ্রী মেডিকেল ক্যাম্প” আয়োজন করেছে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর অন্যতম সহযোগী সংগঠন “বালুসাইর মানব কল্যাণ সংগঠন”। ১৬ই ডিসেম্বর রোজ শুক্রবার বালুসাইর শাহী ঈদগাহে ব্যাতিক্রমধর্মী একটি আয়োজন করে সংগঠনটি।
২০১৯ সালে গঠিত হয়ে সংগঠনটি ইতোমধ্যে নানাভাবে মানবিক কর্মে এলাকার মানুষের নজর কাড়তে সক্ষম হয়েছে।
এবার ফ্রী মেডিকেল ক্যাম্পে ডাক্তারের ব্যবস্থাপনাপত্রসহ ঔষধ প্রদান ও ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও করে সংগঠনটি।
ব্যাতিক্রমধর্মী মানবিক সেবাকর্মের এই আয়োজনে সভাপতিত্ব করেন মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সহ-সভাপতি আশ্রাফুল হক ভুইয়া রোমেল।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি মো. আল আমিন রহমান। স্বেচ্ছাসেবী ফোরামের সহ-সভাপতি ইব্রাহিম মোল্লাসহ মাধবদী ফোরামের আওতাধীন অনেক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল ।
অনুষ্ঠানের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন এম আর প্লাস্টিক রিসাইক্লিন এর প্রোপাইটার মো. মাহমুদুল হাসান মামুন।
অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বালুসাইর মানব কল্যাণ সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জাহিদুল ইসলাম বায়জিদ ও মো: জাহিদ হাসান।