স্টাফ রিপোর্টার:
রাজবাড়ী বালিয়াকান্দিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আব্দুল মাজেদ মোল্লা (৭০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার সংলগ্ন গঙ্গারামপুর তিন রাস্তার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। মৃত মাজেদ মোল্লা নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় মো.সাইফুল ইসলাম তুরান বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে নারুয়া বাজারের লেপ ব্যবসায়ী আব্দুল মাজেদ মোল্লা নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে ছেলে মামুনের জন্য দুপুরের খাবার নিয়ে নারুয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় গঙ্গারামপুর মোড়ে দ্রুত গতির ইট ভাটার একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নারুয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। পড়ে তার মরদেহ নিয়ে বাড়ীতে রাখা হয়েছে। এই ব্যাবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যাবস্থা চলমান আছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।