সম্পাদক

আবদুর রহমান

স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে রংপুরের দমদমা ব্রিজের পাশে ভাসমান বেদে পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) ড. চিত্রলেখা নাজনীন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রব্বানী এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, উত্তরে শীতের তীব্রতা বাড়ায় ছিন্নমূল পর্যায়ের মানুষেরা কষ্টে দিনযাপন করছেন। এখনই তাদের পাশে দাঁড়ানোর সময়। বেদেদের মতো এরকম যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের পর্যায়ক্রমে শীতবস্ত্র দেওয়া হবে