স্টাফ রিপোর্ট
গত রবিবার (১৮ ডিসেম্বর) কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্প এর অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের উদ্যোগে উগ্রবাদ, সন্ত্রাসবাদ বিরোধী ৫দিন ব্যাপী সেমিনার শুরু হয়। তারি ধারাবাহিকতায়
কুড়িগ্রামে কলেজ ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নাগরিকদের নিয়ে উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ৫ম দিনে কলেজ ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নাগরিকদের অংশগ্রহণে উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনার অনুষ্ঠান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
এসময় সেমিনারে বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন, বীরপ্রতিক মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা ভাইস চেয়ারম্যান আলপনা আক্তার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, ছানালাল বকসী, সাবেক প্রভাষক উদয় শঙ্কর চক্রবর্তী প্রমুখ।
দিনব্যাপী সেমিনারে ৫ম (সমাপনী) দিনে উগ্রবাদ, সন্ত্রাসবাদ বিরোধী ও উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকরামী ও সুশীল সমাজের করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল আরাফাত লেলিন।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গ্রাম থেকে চরাঞ্চল-ইউনিয়ন-উপজেলা ও শহরের সকলকে সজাগ থাকতে হবে। এছাড়াও সাংবাদিক, অভিভাবক ও সুশীল সমাজের ব্যাক্তিরা উগ্রবাদ ও সন্ত্রাবাদ প্রতিরোধে এগিয়ে আসবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। কেউ যাতে দেশে উগ্রবাদ সৃষ্টি করে বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে। কেউ উগ্রবাদ সৃষ্টি করার চেষ্টা করলে তাকে শনাক্ত করে হ্যালো সিটি এ্যাপস দ্বারা জেলা পুলিশ কে তথ্য দিয়ে সাহায্য করার আহবান জানান।