নিউজ ডেস্ক :

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।মিরপুর শেরেবাংলা মাঠে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে ঢাকায় নেই পেসার এবাদত হোসেন ও ইয়াসির রাব্বি।

নতুন করে সিরিজের শেষ টেস্টে দলে ঢুকেছেন তাসকিন আহমেদ ও মুমিনুল হক। এদিকে ভারতীয় একাদশেও আছে একটি পরিবর্তন।

ভারতের দল থেকে বাদ পড়েছেন শার্দুল ঠাকুর। তার জায়গায় ভারতের দ্বিতীয় টেস্টের দলে ঢুকেছেন জয়দেব উনাদকাট।

বাংলাদেশ একাদশ
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, (উইকেটরক্ষক) মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।

ভারতীয় একাদশ
শুভমান গিল, লোকেশ রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ট (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।