নিউজ ডেস্ক :

ভারতের সেনাবাহিনীর একটি ট্রাক পড়ে তিন কর্মকর্তাসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছে৷শুক্রবার সকালে সিকিম রাজ্যে দুর্গম পাহাড়ের উপর থেকে তিনটি গাড়ির একটি বহর চাতেন থেকে থাঙ্গু যাওয়ার পথে জেমা এলাকায় ট্রাকটি নিচে পড়ে যায় বলে সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি৷

‘‘মোড় ঘোরার সময় গাড়িটি খাড়া ঢাল বেয়ে নিচে পড়ে যায়৷ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়৷ আহত চার সেনাকে হেলিকপ্টারে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়,” বলেছে ভারতীয় সেনাবাহিনী৷

শোকের এই মুহূর্তে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথাও বিবৃতিতে বলেছে তারা৷নিহত সেনাদের নাম ও তিন কর্মকর্তার পদবি তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোক ও সমবেদনা জানিয়েছে৷ এক টুইটে তিনি বলেন, ‘‘উত্তর সিকিমে এক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনা সদস্যদের মৃত্যুতে খুবই শোকাহত৷ জাতি তাদের কাজ ও অঙ্গীকারের জন্য কৃতজ্ঞ৷ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি৷ আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য প্রার্থনা করছি৷”

সিকিমে পাহাড়ের ভিতর দিয়ে, বিশেষ করে তিব্বতের সাথে হিমালয় সীমান্ত বরাবর, সবচেয়ে বিপজ্জনক কিছু রাস্তা রয়েছে৷চীন ও পাকিস্তানের বিস্তীর্ণ সীমানাবর্তী এলাকায় সেনাবাহিনীর যানবাহনের দুর্ঘটনায় প্রতি বছর বহু সেনা নিহত হয়৷গত আগস্টে ভারত-শাসিত কাশ্মীরে একটি সাঁজোয়া যান পাহাড়ের ঢালে গড়িয়ে পড়ে ছয় আধাসামরিক বাহিনী নিহত হয়৷