সম্পাদক
আবদুর রহমান
নিউজ ডেস্ক :
শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম সম্মেলন উদ্বোধন করা হয়৷ পরে বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসে কাউন্সিল অধিবেশন৷ নতুন কমিটিতেও সভাপতি থাকছেন শেখ হাসিনা৷ সাধারণ সম্পাদক পদে অপরিবর্তিত থাকছেন ওবায়দুল কাদের৷ এ নিয়ে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হলেন শেখ হাসিনা৷ আর ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হলেন টানা তৃতীয়বারের মতো৷
নির্বাচনী অধিবেশনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার৷
অন্যদিকে নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন ৷ ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন তা সমর্থন করেন৷
তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন৷ তিনি সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম কাউন্সিলরদের বিবেচনার জন্য উপস্থাপন করেন৷ সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে সাত হাজার কাউন্সিলর সমস্বরে এই প্রস্তাব সমর্থন করেন৷ অন্য পদগুলোয় নেতৃত্ব নির্বাচনের সর্বময় ক্ষমতা দলীয় প্রধানের হাতে৷ তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন৷ সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৮১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হবে৷