স্টাফ রিপোর্টার:

এ্যাডভোকেট আফজাল হোসেন পুনরায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছেন দলীয় নেতাকর্মীরা।

রবিবার ( ২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খান ও সদস্য মাসুদ রানা জালাল জোমাদ্দারের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো.হাবিবুর রহমান মৃধা,উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো.নিজাম হাওলাদার,সাধারণ সম্পাদক মো.ফারুক খান,উপজেলা কৃষক লীগের আহবায়ক মো.ফোরকান মৃধা,যুগ্ম আহবায়ক মো.জিল্লুর রহমান,উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক টুটুল দাস,সহসম্পাদক লিটন জোমাদ্দার,জেলা ছাত্রলীগের আদনান হোসেন শাওন খান,মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান বাহাদুরসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।