স্টাফ রিপোর্টার:
বরিশাল নগরীতে একটি ব্যাগ থেকে কাটা পা উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ। রোববার (২৫ডিসেম্বর) রাত আনুমানিক ১১:৫৬ টার দিকে ১০ নং ওয়ার্ড বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বাঁধ রোড এলাকা থেকে পা উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানান, স্থানীয়রা রাতে একটি ব্যাগ দেখেন। পরে সেটি খুলে কাটা পা দেখে পুলিশে খবর দেন। পুলিশ বিচ্ছিন্ন সেই পা উদ্ধার করেন। এনিয়ে নগরীতে তোলপাড় সৃষ্টি হয়। রাতের আঁধারে ব্যাগ বন্দী পা কিভাবে আসলো।
পরবর্তীতে কোতয়ালী মডেল থানার এস আই আরাফাত হাসান এর তৎপরতায় কাটা পা তদন্ত করে জানতে পারেন।বান্দ রোড রাহাত আনোয়ার হাসপাতালে এক রোগীর অপারেশনের মধ্যেমে পা বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি জানান,পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বাসিন্দা মোসাঃ সুরাইয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধ মহিলার পায়ে পচলা ধরছিলো, তার জন্য পরিবারের লোকজনরা রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করান। এবং দীর্ঘদিন পড়ে উন্নত চিকিৎসার মাধ্যমে পচলা পা অপারেশনের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়।
এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, সড়কের পাশে থেকে একটি পা উদ্ধার করা হয়েছে, পা টি সনাক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করে নায়।