সম্পাদক

স্টাফ রিপোর্টার:

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী ইউনিয়নে মসজিদের চলমান কাজের প্রভাব বিস্তারের চেষ্টায় সংঘর্ষে গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গতকাল মঙ্গলবার ভোর ৬ টার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মসজিদের সংঘর্ষে আহত চিকিৎসাধীন ওয়ালিয়ার রহমান(৭০) মারা যান। এদিকে তার কয়েক ঘন্টা পর অভিযুক্ত প্রধান আসামী হামিদুল ইসলাম ছাড়া বাকি আসামী জাহিদ,ফরিদ,জিহাদসহ বেশ কয়েকজন লালমনিরহাট কোর্টে আত্মসমর্পণ করলে কোর্ট তাদের জামিন না মঞ্জুর গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য যে গত ২১শে ডিসেম্বর দুপুরে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কামারেরহাট উফারমারা এলাকায় মসজিদ কমিটির দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।