স্টাফ রিপোর্টার:

আজ ২৯/১২/২০২২খ্রী: বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর কাদাই বাদলা গ্রামে এক কলেজছাত্র পিতার উপর অভিমান করে আত্মহত্যা করেছে।
জানা গেছে, চর কাদাই বাদলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে পটুয়াখালী টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র নাইম তার বাবার কাছে ০৫ হাজার টাকা চায় সে পটুয়াখালী যাবে বলে। এতে বাবা ০২ হাজার টাকা দিয়ে ছেলেকে গালিগালাজ করে আর টাকা দিতে পারব না। এতে নাইম পিতার উপর অভিমান করে বৃহস্পতিবার দুপুরে তার শয়ন কক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। তার আত্মহত্যা ঘটনায় গোটা গ্রামে হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়।
শাহজাদপুর থানার ওসি অপারেশন আব্দুল মজিদ জানান, আমরা শুনেছি সে আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।