ওমর ফারুক

স্টাফ রিপোর্টারঃ


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগীর ইউনিয়নের বাইল্লা চড়া গ্রামে বিলে বড় পুকুর মধ্যে থেকে অবৈধ ভাবে ৮থেকে ৯ দিন যাবত অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

বাইল্লা চড়া রেললাইন পাশে বড় বিল থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ৮থেকে ৯দিন যাবত অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল।

এতে করে এলাকা আসপাশের বাড়ি ঘর ও জমি গুলো পাড় ভেঙেপড়া সহ বড় ধরনের ঝুঁকি রয়েছে।এতে এলাকাবাসী বাধা দিলে উল্টো তাদের কে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীর জানান, প্রভাবশালীরা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে করে আসপাশের কয়েকটি বাড়ি ঘর ও জমি গুলো ও পাড় ভেঙে পুকুরের মধ্যে যেকোনো সময় পানি মধ্যে পড়ে যেতে পারে। আমাদের দাবি দ্রুত অবৈধ ড্রেজার বসানো এই মেশিন বন্ধ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসন এমনই আশাবাদী আমরা এলাকাবাসী।