সম্পাদক
নিউজ ডেস্কঃ
রাত ৮টার পরেও দোকান খোলা রাখার সুযোগসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠন দুটির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো দাবিগুলো হলো—
- ভ্যাট আইন সহজ করে পাঁচটি খাতা বা বহি সংরক্ষণের পরিবর্তে মোট বিক্রয়মূল্যের নিট মুনাফার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব।
- ডিলার, পরিবেশক, পাইকারি ও খুচরা বিক্রেতারা কী পরিমাণ পণ্য মজুদ রাখতে পারবে, সেজন্য নীতিমালা প্রণয়ন।
- পাইকারি ও খুচরা বিক্রয়ে নিট মুনাফার হার নির্ধারণের জন্য দোকান ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে কমিটি গঠনের প্রস্তাব।
- পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ১৫ রমজান পর্যন্ত ১০টা এবং ১৫ রমজানের পর থেকে চাঁদ রাত পর্যন্ত ক্রেতা সমাগমের ভিত্তিতে দোকান খোলা রাখার আবেদন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আরিফুর রহমান টিপু, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আল আমিন, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ কবির মজুমদার তনয়, আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব হাসান, কোষাধ্যক্ষ মো. আজিজুর রহমান প্রমুখ।

