ওমর ফারুক
আশিকুর রহমান, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :
‘কারো বাবা নেই, কারো মা নেই’- এই ফুটফুটে মায়াবী মুখগুলোর জন্য পথশিশু সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারের ঈদেও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
নেত্রকোণা এন আকব্দ কামিল মাদ্রাসা ময়দানে মঙ্গলবার (২৭ জুন) এ পথশিশুদের ঈদের নতুন জামা ও নগদ অর্থ প্রদান করে ‘পথশিশু সেবা ফাউন্ডেশন। ‘
ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে সভাপতি মো: খায়রুল ইসলামের সহযোগিতায় সকল
শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তায় পথশিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করে। উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের কার্যকরী সদস্য মো: হাবীবুর রহমান।
এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: সারোয়ার জাহান, শরীফ আল হাসান,শাহআলম,ডলি বেগম প্রমুখ।
পথশিশু সেবা ফাউন্ডেশনের এই সেবামূলক কাজগুলো সকলের সার্বিক সহযোগিতায় অব্যাহত থাকবে বলে তারা জানান।
উল্লেখ্য যে,পথশিশু সেবা ফাউন্ডেশন অলাভজনক, অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

