ওমর ফারুক
নুরুল কবির, সাতকানিয়া (চট্রগ্ৰাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জঙ্গলি পাড়ায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ১টি স্কেবটর এবং মাটি বোঝাইয়ের ১টি ডেম্পার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
২১ই জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি নাজমুন লায়েল এর নেতৃত্বে অভিযান চালিয়ে কুমিরাঘোনা এলাকায় হাসানের বাপের বাড়ির বসতভিটার পাহাড় কেটে মাটি পাচার করার সময় বাড়ির মালিককে এই জরিমানা করা হয়।
এ সময় মাটি পাচারকারী ও মাটি কাটার স্কেবটরের ড্রাইবার পালিয়ে যায়। পরে জব্দকৃত স্কেবটর ও ডেম্পার স্থানীয় ইউপি সদস্য রফিক এর জিম্মায় দেওয়া হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন থানার পুলিশ টিম ও ভূমি অফিসের কর্মকর্তা সহ স্থানীয় ইউপি সদস্য রফিক।
সহকারী কমিশনার ভূমি নাজমুন লায়েল জানান, মাটি কাটা বা পাচার করা দণ্ডনীয় অপরাধ। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, অভিযুক্ত ব্যক্তিদেরকে ৫০ হাজার টাকা জরিমানা ও মাটি কাটা ও পাচারের পরিবহন জব্দ করে ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযুক্ত পরিবারের সদস্য নুরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, বাড়ির সমস্যার কারণে টিলা কেটে সমান করার জন্য জাহাঙ্গীর নামের এক ব্যক্তি উৎসাহ করেছে।
স্থানীয় অনেক জানান, পুরো বড়হাতিয়া এলাকায় দীর্ঘদিন যাবত বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার সিকদার পাড়ার ৭নং ওয়ার্ডের এই মাটিখেকো যুবক জাহাঙ্গীরের নেতৃত্বে মাটি পাচার করে আসছে।

