দিগন্ত মেঘের প্রশান্ত মাধুর্য
অজস্র নক্ষত্রের জোৎস্নাবিধীত
হাসির রেখা শত শত তারকা
হিল্লোলিত দীপ্তির ঝলকিত জল..

এ যেন কবির মনোরাজ্যে দিয়েছে তোমায় ঠায়
পুষ্পিত, সমারোহে
হৃদয়ে প্রেম বিভূষিত করে
আমার কোমল হৃদয়ে তুমি….!

ভাষাহীন কবি
তোমার সাথে পহর কাটলে
অজস্র আনন্দে নৃত্যপরা হয়ে উঠি আমি!
মাঝে সাঝেই উঠি বলে
‘কে তুমি??’

যেন রুপকথা সুদর্শন মরদ!
শৌখিন মধ্যবিত্তে আধিক্য বালিকা কবি আমি!
প্রেমের মনোরাজ্যে “জয় ঢাক” বাজালে তুমি……!

Loading