আন্তর্জাতিক ডেস্ক:

চীনের গুয়াংডং প্রদেশের একটি মহাসড়কের কিছু অংশ ধসে ৩৬ জন মারা গেছেন৷ আহত হয়েছেন ৩০ জন৷ চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে৷ ঐ এলাকায় অতিবৃষ্টির কারণে বুধবার রাত দুইটা ১০ মিনিটে মহাসড়কের প্রায় ১৮ মিটার অংশ ধসে গেলে ২৩টি গাড়ি গভীর খাদে পড়ে যায়৷ উদ্ধারকাজ এখনও চলছে৷ তবে বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে৷

রাষ্ট্রীয় গণমাধ্যমে সড়ক ধসের ঘটনাকে ‘টানা ভারী বৃষ্টির’ কারণে সৃষ্ট একটি ‘প্রাকৃতিক ভূতাত্ত্বিক বিপর্যয়’ বলা হয়েছে৷  গত কয়েক সপ্তাহ ধরে গুয়াংডংয়ে চরম আবহাওয়াজনিত বিভিন্ন দুর্যোগ ঘটে চলেছে৷ বছরের এই সময়টায় সেখানে যে পরিমাণ ঝড়-বৃষ্টি হওয়ার কথা এবার তার চেয়ে অনেক বেশি হচ্ছে৷

জাতীয় আবহাওয়া অফিস বলছে, রাজ্যের মধ্য ও পূর্বাঞ্চলে গত ১০ দিনে ৬০০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে তিন গুন বেশি৷ রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে৷ এছাড়া চীনের দক্ষিণাঞ্চলে রোববার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস৷

এমন আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশ্লেষকেরা৷ অবিরাম বৃষ্টির কারণে এমন দুর্যোগ আরও হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়৷

গুয়াংডংয়ে ভারী বৃষ্টিপাতের কারণে গত মাসে বন্যা দেখা দিয়েছিল৷ এতে চারজন মারা যান৷ প্রায় এক লাখ মানুষকে সরিয়ে নিতে হয়েছিল৷ এছাড়া গত সপ্তাহে মেগাসিটি গুয়াংজুর উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোতে পাঁচজন প্রাণ হারান৷

Loading