নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের পাইকারচর গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন মোবারক হোসেনের বাড়িতে গত ০৯-ই মে বৃহস্পতিবার ডাঁকাতি হয়।

ভুক্তভোগী মোবারক হোসেনের স্ত্রী জানান,রাত আনুমানিক ৩ টার দিকে বাড়ির গ্রীল কেটে প্রথমে একজন ছোট খাটো একজনকে ঘরে ঢুকিয়ে দর্জা খুলে ডাকাত দলের ৬ জন আমাদের ঘরে প্রবেশ করে,এবং বাহিরেও একদল ছিল,ঘরে ঢুকেই আমাদের আলমারি ভেঙে ৬ ভরি স্বর্ণ,৫০ হাজার টাকা নগদ,এবং প্রথমে ৩ টি মোবাইল ফোন নিলেও পরবর্তীতে ২ টি মোবাইল ফোন ফেরত দিয়ে, যে ফোনটির MI নাম্বার নেই সে ১ টি মোবাইল ফোন নিয়ে যায়।

ভুক্তভোগী মোবারক হোসেনের স্ত্রী জানান,আমি নিশ্চিত এলাকার কেও জড়িত এ ডাকাতির সাথে, নয়তো আমার ছেলে কুরিয়া থেকে ফোন পাঠাইছি ঐ ফোন ডাকাত চিনলো কিভাবে,বাকি ফোনগুলো দেশ থেকে কিনা, সেগুলোর বক্স রয়েছে,অথচ সে ফোনগুলো ফেরত দিয়ে গেলো, পরিচিত না হলে চেনার কথা না।

আমার দাবি সঠিক তদন্ত করে ডাকাত দলকে চিহ্নিত করা হোঁক।

Loading