ফাল্গুনী রোদের শুভ্রতা মেখে
এসেছিলে তুমি যমুনার মেয়ে,
মুগ্ধতা যেন এক ফালি রোদ
উঠেছিল আমার আকাশ বেয়ে।
মায়াবিনী চোখ-কোমল চাহনী
দিশা হারিয়ে খুঁজি পথ এ তটে,
হাসি সে যেন ঈদের বাঁকা চাঁদ
স্নিগ্ধ ঐ গোলাপ দুটি ঠোঁটে।
তোমার কথা বলা যেন কবিতা
সুর ছন্দ জাগায় কবি মনে,
হেমন্তে তুমি স্বচ্ছ শিশির
শিহরিত বোধ বুকে কাঁপনে।
তুমি বড্ড জেদি ও যমুনার মেয়ে
ভাঙছো ভীষণ আমার এ পাড়,,
একটুকু ছাড় দিলেও সেথায়
ইচ্ছা তুমুল – নিজ বসতি গড়ার।
(কিশোরকন্ঠ ইসলামপুর থানা শাখার কবিতা লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর লেখা কবিতা)