বিনোদন প্রতিনিধি:

উদীয়মান এক তরুণ অভিনেতার নাম ইকবাল শাহ্। মঞ্চ নাটকের মধ্য দিয়ে ইকবাল শাহ্, র অভিনয় জীবনের যাত্রা শুরু। মঞ্চ নাটকে ইকবাল শাহ্ দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন।

সে কারণেই তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। ইতিমধ্যেই তিনি একক নাটক অস্থির ঘটক নিয়ে পা রেখেছেন একক ট্রেন্ডিং এর জগতে সুজিত বিশ্বাস পরিচালিত রাসা মাল্টিমিডিয়া প্রযোজিত কমেডি এবং রোমান্টিক একক নাটক অস্থির ঘটক এর মধ্য দিয়ে প্রতিভাবান এই নায়ক শীঘ্রই ভিন্ন লুকে আমাদের মাঝে আসছেন।

এই নাটকে তার সাথে পরিচিত অনেকেই অভিনয় করছেন। এই নাটক নিয়ে আশাবাদী পরিচালক ও প্রযোজক। এই অভিনয়ের জগতে কিভাবে এলেন জানতে চাইলে ইকবাল শাহ্ বলেন আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার একটি মঞ্চ নাটক দেখতে গিয়েই আমার বাবার মত আমিও অভিনয় করব এমন সিদ্ধান্ত আর তখন থেকেই আগ্রহ আমি অভিনয় করব।

আর এই লুক সম্পর্কে জানতে চাইলে ইকবাল শাহ্ আমাদেরকে জানান ছোটবেলা থেকে আমি সালমান শাহ্ র ছবি দেখতাম এবং সালমান শাহর একজন বড় ফ্যান ছিলাম তা থেকে আমি সালমান শাহকে অনুসরণ এবং অনুকরণ করি তবে এখনঅব্দি পর্যন্ত তেমন কোনো ভালো সুযোগ আমার হাতে আসে নাই যদি ভালো সুযোগ আর সময় একজাস্ট হয় তাহলে আমি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো এটা আমার আত্মবিশ্বাস সকল ভিওয়ার্সদেরকে বলবো আমার একক নাটক অস্থির ঘটক রিলিজ হওয়ার পর আপনার নাটকটি দেখবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো এবং ভিন্ন কিছু আপনাদেরকে সব সময় দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।