ওমর ফারুক

শাওন আহমেদ সা’দঃ-(মাধবদী-নরসিংদী প্রতিনিধি)

কাজী নজরুল ইসলামের জীবন ও রচনাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নজরুল একাডেমি নরসিংদী জেলা শাখার কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

৩১-০৫-২০২৪ এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।কমিটিতে নরসিংদী জেলা শাখার সভাপতি করা হয়েছে মতিউর রহমান চৌধুরীকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ শাহিনুর মিয়া কে।

নজরুল একাডেমি সাধারণ সম্পাদক মিন্টু রহমান এর স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,নরসিংদী জেলা শাখার ৩ বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

জেনে রাখা ভালো যে,গত ২৪ নভেম্বর ২০০০ সালে সর্বশেষ নরসিংদী জেলায় নজরুল একাডেমি কমিটি অনুমোদিত হয়েছিল,দীর্ঘ ২৩ বছর পর নতুন এ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

১৯৬৭ সালে নজরুল একাডেমি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি সঙ্গীত-শিক্ষাদান কার্যক্রম সহ নজরুল-সংক্রান্ত মূল্যবান দলিলপত্র, গ্রামোফোন রেকর্ড এবং নজরুল সঙ্গীতের বাণী ও সুর সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।

এসবের কিছু কিছু ধারাবাহিকভাবে প্রকাশিতও হচ্ছে। বাংলাদেশে নজরুল-গবেষণার ক্ষেত্রে নজরুল একাডেমি পথিকৃতের ভূমিকা পালন করছে। বর্তমানে একাডেমি নজরুলের জন্মজয়ন্তী ছাড়াও রবীন্দ্রনাথের জন্ম ও মৃত্যুবার্ষিকীসহ দেশের প্রতিটি জাতীয় অনুষ্ঠান সমান গুরুত্বের সঙ্গে পালন করছে।