নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলার ছদাহা আবুল হোসেন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইউসুফ সভাপতি ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইউসুফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা স্বাক্ষরিত একটি পত্রে গত ১/৭/২০২৪ইং এ কমিটির অনুমোদন দেন। কমিটি অনুমোদন হওয়ায় সভাপতি এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোতালেব এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষকদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান।