মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

মানবিক মহতি চেতনায় পথ শিশু, পথবাসী এবং পরিবেশ বিষয়ক একটি সামাজিক সচেতনতামূলক সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন উত্তর জেলা উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (শুক্রবার) ১২ জুলাই চট্টগ্রাম অক্সিজেন এলাকায় অনন্যা স্কয়ার কমিটি সেন্টারে সন্ধায় উত্তর জেলা শাখার উদ্যোগে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন আলোচনা সভায় আংশিক কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর আলম রোজন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উত্তর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি লায়ন শারমিন সুলতানা মৌ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুল্লাহ আল্ মামুন, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সমন্বয়ক মাহবুব সুমন, উত্তর জেলার সাবেক সাধারণ সম্পাদক হোসেন আল জাহিদ সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুবিন বিন সোলাইমান, রাউজান শাখার এস এম আলম, সাবেক সদস্য আবদুল্লাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুছা তালুকদার ও নাজমুল হাকিম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ এইচ মঞ্জু, মোঃ জাফর ইসলাম, কাজল প্রমুখ। এসময় চট্টগ্রাম উত্তর জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠনের এর সমন্নয়ে-সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার ২০২৪ সেশনের কমিটি গঠন করার আলোচনা করা হয়েছে।

আলোচনায় সভাপতি লায়ন শারমিন সুলতানা মৌ ও মঞ্জুর আলম রোজন ভবিষ্যৎ কমিটি গঠনের মাধ্যমে কর্ম পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন, এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মামুন তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, “এ ধরনের মানবিক কাজে জড়িত থেকে সংগঠনের উদ্দেশ্যকে সফল করা আমাদের ভালো কাজকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে দুস্থ্য অসহায় মানুষের জন্য কাজ করে সমাজ ও সাধারণ মানুষের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করে দেশ ও সমাজের উন্নতি করতে প্রতিজ্ঞাবদ্ধ”থাকব। আমি এর আগেও এই সংগঠনের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলাম এবং সামনেও থাকবো বলে আশাবাদ ব্যক্ত করে বলেন এই সংগঠনের যখন যেভাবে আত্ম মানবতার সেবায় আমাকে প্রয়োজন হবে আমি সব সময় সংগঠনের কাজে নিয়োজিত থাকবো। উল্লেখ্য “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এ স্লোগানকে সামনে রেখে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে ১ জুলাই ২০১৪। এটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এটি সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত সংগঠন। যার রেজিস্ট্রেশন নং ঝ-১২৯৪৩ তারপর থেকে সংগঠনটি ৬৪ জেলায় তাদের কমিটির মাধ্যমে মানবতার সেবায় কাজ করে আসছে।