হারুন শেখ, রামপাল(বাগেরহাট) সংবাদাতা:
বাগেরহাটের রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড রামপাল পাওয়ার প্লান্ট সংলগ্ন বিভিন্ন এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।
প্রতিষ্ঠানটির সূচনালগ্ন থেকে এ পর্যন্ত প্রায় ৮৪ হাজার রোগীকে সেবা প্রদান করা হয়েছে। সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে বিআইএফপিসিএল বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কর্মকান্ড অব্যাহত রেখেছে।
সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টায় পাওয়ার প্লান্ট সংলগ্ন রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে মেডিসিন বিআইএফপিসিএল উদ্যোগে আরো একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাস্থ্য সেবায় প্রতিষ্ঠিত গাজী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন সময়ে আয়োজিত মেডিকেল ক্যাম্পগুলো পরিচালনা আসছে।
এদিকে রামপাল উপজেলার নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন বিআইএফপিসিএলের ব্যবস্থাপক জিএম তরিকুল ইসলাম, ৫ নং রাজনগর ইউনিয়ন পরিষদেও চেয়্যারম্যান সুলতানা পারভীন, ৫ নং রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আকরাম হোসেন,সহকারী ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান বাপ্পীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা রামপাল পাওয়ার প্লান্টের এমন মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন, বিআইএফপিসিএল রামপালের বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে গরীব রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করে আসছে। প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছে।
এমন কাজের মধ্য দিয়ে পাওয়ার প্লান্ট অভাবনীয় অবদান রাখছে। এজন্য তিনি বিআইএফপিসিএলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।