মোঃ আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ,বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী নজরুল ইসলাম সরকার গতকাল ১২-০৭-২০২৪ইং তারিখে বার্ধক্যজনিত কারনে রাত ৮ ঘটিকায় নিজ বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায়, ৭৫ বছর, মরহুমের ৪ সন্তান সহ ১ স্ত্রী রেখে পরলোক গমন করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম সরকার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যোগদান করে শত্রু মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছিলেন।
মরহুমের এই মহান অবদান দেশ ও জাতির উন্নয়নে গুরুত্ব ভূমিকা রেখেছে, মরহুমের বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম সরকার মরদেহে পুষ্পমাল্য অর্পন রাষ্টীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদান করা হয়।
মরহুমের জানাজার নামাজ ১৩-০৭-২৪ইং তারিখে সকাল ১০ টায় চন্দনগাঁতী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়, উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, সহ সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সহ রাজনৈতিক নেতৃ বৃন্দ এবং সকল শ্রেণীর মুসুল্লিগন।