নিউজ ডেস্ক:
আজ (১৫ জুলাই) সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা রাজাকার বলে স্লোগান দিচ্ছে তারা কি মুক্তিযুদ্ধের আসল ইতিহাস জানে? মুক্তিযুদ্ধের পাশবিকতা তারা দেখে নি। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা ভুলে না যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নেওয়া সুষ্ঠু কর্ম পরিকল্পনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সুশাসন নিশ্চিত ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারলে অবশ্যই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।
এসময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনিয়ম, দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। যেখানেই দুর্নীতি দেখা যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও প্রশাসনের সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।