সম্পাদক

আবদুর রহমান

নিউজ ডেস্ক:

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে বুধবার (১৭ জুলাই) জোহরের নামাজের পর গতকালের সংঘর্ষে নিহতদের জন্য গায়েবানা জানাজা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চাইলে কোটার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারত। কিন্তু তা না করে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছে, ছাত্রদের খুন করেছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশালসহ বিভিন্ন এলাকায় গুলি, সন্ত্রাস, নির্যাতন করে ছাত্রদের আন্দোলন বন্ধ করার চেষ্টা চালানো হয়। এর ফলে ছয়টি তাজা প্রাণ ঝরে যায়। এসময় তিনি বিএনপি, সমমনা দল ও দেশবাসীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।