হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে তিস্তা নদীর ভাঙন রোধে ব্লক ফেলানোর সময় নৌকা ডুবি ঘটনায় ৩ জন নিখোঁজ ও ৮ জন আহত হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবু বাজারের পাশে কুডুয়াবাঁধা নামক স্থানে তিস্তা নদী ভাঙনে রোধে নৌকা যোগে নদীতে ব্লক ফেলানোর সময় ২৮ জন শ্রমিকসহ নৌকা ডুবির ঘটনা ঘটে।
এঘটনায় গাইবান্ধা সদর উপজেলার বাগুরিয়া গ্রামের মৃত. আব্দুল কাদেরের পুত্র আতোয়ার মিয়া (৪০) একেই গ্রামের মৃত. তোফাজ্জল মিয়াল পুত্র রাজু মিয়া (৪৫) ও আব্দুর রশিদ (৩৮) পিতা অজ্ঞাত শ্রমিক নিখোঁজ রয়েছে।
এসময় স্থানীয়রা ২৫ জনকে উদ্ধার করে এর মধ্যে ৮ জন অসুস্থ্য হলে তাদেরকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনা স্থান পরির্দশন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম ও থানা অফিসার ইনর্চাজ মাহবুব আলম।