মোঃ সেলিম মিয়া ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভরবো মাছে মোদের দেশ,গড়বো র্স্ম্টা বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য দিবস পালিত হয়েছে।

বুধবার ৩১ জুলাই ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে সড়ক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫১, ময়মনসিংহ-৬, ফুলবাড়িয়া থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য আলহাজ মোঃ আব্দুল মালেক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব, মহিলা ভাইস চেয়ারম্যান সঙ্গীতা রানী সাহা।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সিনিয়র অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার।