মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর থানায় জোড়া সন্তান হত্যার দায়ে আসামি বাবা কে ৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ ।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামী গ্রেফতারের জন্য বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বাদীকে সাথে নিয়া ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২২ জুলাই রাত ৩.৪৫ সময় ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন কাচারীঘাট এলাকা হইতে আসামী মোঃ সোহাগ মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে কোতোয়ালি থানা পুলিশ।
আসামি মোঃ সোহাগ মিয়া ফৌঃ কাঃ বিঃ-১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার দুই কন্যা সন্তান সুমাইয়া (১৩) ও সুরাইয়া (১১) কে ২০ জুলাই সকাল ১০.০৫ মিনিটে কীটনাশক বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার বিষয়ে বিস্তারিত ঘটনার বর্ণণা দেয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত কীটনাশকের অবশিষ্টাংশ টিউব সহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সততা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।