মোঃ তৈয়বুর রহমান, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ছাত্রদের চলমান কোটা আন্দোলনকারীদের ব্যানারে রাজধানীর ঢাকার বিভিন্ন পয়েন্টে রাজনৈতিক সহিংসতা ও অগ্নি সংযোগের অভিযোগে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা ছাত্রদলের সভাপতি আবুল কালাম আলাউদ্দিনকে খুঁজছে পুলিশ। 

সূত্রে জানা যায়, ভোলা জেলার দক্ষিণ আইচা থানা ছাত্রদলের সভাপতি আবুল কালাম আলাউদ্দিন চলমান কোটা আন্দোলনকারীদের ব্যানারে রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগে যোগদান করে বাড়িতে এসে আত্মগোপনে থাকার অভিযোগ উঠেছে।

এরই পরিপ্রেক্ষিতে গত ৩১ জুলাই বুধবার বিকেলে তার বাড়িতে অভিযান চালায় ভোলা জেলা পুলিশ। অভিযান চালানো হলেও তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়,ছাত্রদল সভাপতি আবুল কালাম আলাউদ্দিন চলমান কোটা আন্দোলনকারীদের ব্যানারে থেকে রাজধানীর ঢাকায় রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগ করে বাড়িতে এসে গা ঢাকা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের ভিত্তিতেই তাকে গ্রেপ্তারের অভিযান চালানো হয়। আলাউদ্দিন আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।