রক্তে আগুন
আবদুর রহমান

আবু সাইদ বুক পেতেছে
মুগ্ধ রেখেছে পানি
লাশের মিছিলে ঘুম ভেঙ্গেছে
বাজছে জয়ধ্বনি

ছোট্ট সাফকাত টিপ পড়েছে
তাহমিদের শাপ লেগেছে
লেগেছেরে লেগেছে
রক্তে আগুন লেগেছে

মুক্ত বাতাসের ডাক এসেছে
ফয়সাল ফাহাদ রক্ত দিয়েছে
রক্ত দিয়ে স্রোত বেড়েছে
স্রোতের তোড়ে বাঁধ ভেঙেছে

মুক্তিসেনারা গর্জে উঠেছে
রুদ্র দীপ্ত যোগ দিয়েছে
শিকল ভেঙ্গে আওয়াজ উঠেছে
লেগেছেরে লেগেছে
রক্তে আগুন লেগেছে