নিউজ ডেস্ক:
বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার (৫ আগস্ট) দুপুর ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় পর্যন্ত সবাইকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার দুপুরে আইএসপিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠক করছেন বলে জানা গেছে।