নিউজ ডেস্ক:

সাতক্ষীরা জেলা কারাগার থেকে আসামিদের বের করে নিয়েছেন বিক্ষুব্ধ জনতা। সোমবার (০৫ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে বিকালে সাতক্ষীরা শহরে আনন্দ মিছিল করেন বৈষম্যবিরোধী আন্দোলকারীরা। এ সময় শহরের বিভিন্ন স্থানে ও আওয়ামী লীগের অফিসসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে জেলা কারাগারেও হামলা চালানো হয়।

জানা গেছে, একদল জনতা সন্ধ্যার আগে সাতক্ষীরা জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ভিতরে ঢোকে। এ সময় কারারক্ষীরা সহজে কারাগারের গেট খুলে দিলে তারা ভিতরে ঢুকে হাজতি ও কয়েদিদের সেখান থেকে বেরিয়ে যেতে সহযোগিতা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগারে এখনো স্বল্প মেয়াদের সাজা আছে এমন কিছু সংখ্যক কয়েদি রয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য দায়িত্বশীল কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।