মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সদস্য শহীদ মোহাম্মদ আবদুল্লাহ “রনি” এর জানাযায় অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের প্রতিনিধিদল। গত ০৫ই আগস্ট সোমবার ঢাকায় এক দফার আন্দোলনে স্বৈরাচারের গুলিতে শহীদ হন শহিদ আব্দুল্লাহ “রনি” আজ বেলা ২ ঘটিকায় তার নিজ বাড়ির দরজায় যানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান,সেক্রেটারি: মাওলানা তরিকুল ইসলাম, ভোলা পৌর শাখা সভাপতি: মাওলানা আক্তার হোসেন ভূঁইয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি: মুহাম্মাদ আবু জাফর, সহ সভাপতি মাহমুদুল হাসান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ শহীদ রনি এর শহীদি মর্তবা লাভের দোয়া করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন । এবং আগামী শুক্রবার শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেন।