মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস কে অন্তর্বতী সরকারের প্রধান করায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজ ৮ আগষ্ট গাজীপুর জেলা জোন এর জোনাল ম্যানেজার ফারুখ আহমেদ এর দিক নির্দেশনায় গ্রামীন ব্যাংক গাজীপুর জোনের কালীগঞ্জ শাখাসহ প্রতিটি জোনের শাখা ও প্রতিটি এরিয়া অফিসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছেন সেই ছাত্র ছাত্রী ও জনতার রুহে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা জোনাল অফিসে থেকে আগত মো: ফরিদুর জামান সহ কালীগঞ্জ গ্রামীন ব্যাংক শাখার ব্যবস্হাপক ও অত্র অফিসের সকল কর্মী বৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।