মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

লাখাইয়ের হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক সহ বিভিন্ন সড়কে যানযট নিরসনে ও সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে ও সড়কের ময়লা- আবর্জনা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল থেকে উপজেলার বুল্লা বাজার এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ পরিচ্ছন্নতা অভিযান কালে শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়ে এ কার্যক্রমে অংশ নেন সামাজিক সংগঠন প্রজন্মের প্রতিধ্বনির স্বেচ্ছাসেবীরা। এদিকে উপজেলার বুল্লা বাজার এ পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসে বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) সভাপতি আশিক আহমেদ রাজিব ও সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী সহ ব্যকস এর নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।

এদিকে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক এর গুরুত্বপূর্ণ স্থান সমুহে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানযট নিরসনে বুল্লাবাজার চৌরাস্তা সহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে সকাল থেকে দুপুর বেলা পর্যন্ত কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের।