নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ‘‘ডনাল্ড ট্রাম্পের আর্লিংটন কবরস্থানে প্রচারণা চালানোর বিষয়টি অসম্মানজনক৷” এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী কমলা হ্যারিস এক্স প্ল্যাটফর্মে শনিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্লিংটন কবরস্থান সফরের তীব্র নিন্দা করেছেন৷
তিনি বলেন, ‘‘এই সফর অসম্মানজনক এবং রাজনৈতিক স্টান্ট৷”আরলিংটন কবরস্থান ‘রাজনীতির জায়গা নয়’, মন্তব্য কমলা হ্যারিসের৷ তিনি এক্স প্ল্যাটফর্মে লেখেন, ‘‘এটা একটা গৌরবময় স্থান; এমন একটা জায়গা যেখানে আমরা আমেরিকান বীরদের সম্মান জানাতে একত্রিত হয়েছি যারা এই জাতির সেবায় চূড়ান্ত আত্মত্যাগ করেছেন৷ এটা রাজনীতির জায়গা নয়৷
”২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের সময় নিহত ১৩ জন সেনা সদস্যের সম্মানে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নিতে ট্রাম্প সোমবার কবরস্থানে উপস্থিত ছিলেন৷ সাবেক প্রেসিডেন্ট পরিষেবা সদস্যদের আত্মীয়দের সঙ্গে সেইসময় ছবি তোলেন৷ তার প্রচারণা দল সেই ভিডিও তুলেছে এবং বিজ্ঞাপনে ব্যবহার করেছে৷