আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, পলটাভা শহরে রাশিয়ার ব্যালেস্টিক মিসাইল সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ও হাসপাতালে আঘাত করেছে।এর ফলে ৫১ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২৭০ জন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই সবচেয়ে মারাত্মক আক্রমণ বলে জানিয়েছে ইউক্রেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি তার দৈনিক সান্ধ্য ভাষণে এই আক্রমণের উল্লেখ করেছেন। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। 

রাশিয়ার এই আক্রমণের পর ইউক্রেনের সামাজিক মাধ্যমে বেশ কিছু প্রশ্ন উঠেছে। রাশিয়ার সামরিক ব্লগাররা বলেছেন, ইউক্রেনের সেনা প্রকাশ্যে একটি অনুষ্ঠান করছিল। রাশিয়া সেটাকেই টার্গেট করতে চেয়েছে। এরপরই ইউক্রেনের ব্লগাররা প্রশ্ন তুলেছেন, বর্তমান পরিস্থিতিতে কী করে প্রকাশ্যে কোনো অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিলো সেনা কর্তৃপক্ষ? 

শহরের গভর্নর ফিলিপ প্রোনিন বলেছেন, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে দেখছে, তার নিচে আর কেউ চাপা পড়ে আছেন কিনা। খবর: ডিডব্লিউ