শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
হলিক্রস কলেজের অর্থায়নে কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা এবং কুলাউড়া সক্ষমতা প্রকল্পের সহায়তায়, মৌলভীবাজার জেলার, বড়লেখা উপজেলায় বর্ণি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ২ ঘটিকার সময় বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়ন পরিষদ হলরুমে বন্যাত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন কারিতাস সিলেট অঞ্চলিক পরিচালক মি: বনিফাস খংলা। বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, হলিক্রস কলেজের অধ্যাপক সিস্টার বাসনা রিবেরো,সহকারী অধ্যাপক সিস্টার মিনতি রোজারিও, কলেজের শিক্ষার্থী ইউপি সদস্য এবং কারিতাস স্টাফ বৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণে চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন , হাকালুকি হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় ওয়ার্ডের কিছু পরিবারের মানুষ এখনো পানি বন্দী অবস্থায় রয়েছে, এবং প্রায় ৬০০ পরিবার ক্ষতিগ্রস্ত আছে।
ভুক্তভোগী ব্যক্তিদেরকে উপজেলা থেকে বিশুদ্ধ পানি, ঔষুধপত্র সহ বিভিন্ন ধরনের সেবা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়, এবং সেই সাথে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকেও সহায়তা প্রদান করা হয়।
তাদের মধ্যে বাংলাদেশ খ্রিস্টান ক্যাথলিক ‘হলিক্রস কলেজের অর্থায়নে, কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের উদ্যোগে আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা এর উপস্থিততে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জনপ্রতি ১৭ কেজি ২০০ গ্রাম সমতুল্য নিত্য-প্রয়োজনীয় সামগ্রী, যেমন চাল, ডাল, তেল, সাবান ইত্যাদি দেওয়া হয়েছে।