সম্পাদক

আবদুর রহমান

শাকিল আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামি তরুণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী কর্মসুচির অংশ হিসেবে সংগঠনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী আবু সায়েম এর অর্থায়নে এবং জাগরণীর উদ্দ্যোগে একটি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাত ৮ ঘটিকার সময় সংগঠনের স্থানীয় কার্যালয়ে অর্থ সম্পাদক রাসেদ আহমদের সঞ্চালনায় সভাপতি শাহরিয়ার শাকিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগরণী ইসলামি তরুণ সংঘের উপদেষ্টা মাওলানা কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা জুনেদ আহমদ। মোহাম্মদ নগর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন শিবলী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরি সদস্য রায়হান আহমদ,কামরান আহমদ,শুভাকাঙ্ক্ষী বটল আহমদ,ইসলাম উদ্দিন প্রমুখ উল্লেখ্যঃ জাগরণী ইসলামি তরুণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী কর্মসুচি গ্রহণ করা হয়েছে এর মধ্যে ১ম ধাপে একটি মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান, ২য় ধাপে ক্যান্সার আক্রান্ত রোগী কে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান, ৩য় ধাপে গৃহ-নির্মাণের জন্য একটা পরিবারের মাঝে টিন বিতরণ, ৪র্থ ধাপে জিএমজির অর্ন্তভুক্ত রাস্তায় লাগানো খেজুরের চারা গাছারে পরিচর্যা কার্যক্রম করা হয়েছে। এই ধারাবাহিকতায় আজ ৫ম ধাপে আবু সায়েম এর অর্থায়নে ও সংগঠনের উদ্দ্যোগে একটি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এবং মাস ব্যাপী কর্মসুচির অংশ হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ গুলো অব্যাহত রয়েছে।