মোঃ আশিকুর রহমান,আজমিরীগঞ্জ প্রতিনিধি:-

আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা ও শিবপাশা পৃথক দুটি বিশেষ অভিযানে অভিযুক্ত দুই আসামিকে আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,জলসূখার মোহাম্মদ পুর গ্রামের আহমদ মিয়ার ৬ বছরের ছোট ছেলেকে বলাৎকার করে লম্পট তোফায়েল আহমেদ। লম্পট তোফায়েল আহমেদ, ছোট শিশুকে পাখি মারার কথা বলে কৌশলে জোর পূর্বক পায়ুপথে বলাৎকার করে।

রক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ১৬/১০/২৪ ইং তারিখে ভর্তি করা হয়।উক্ত ঘটনার প্রেক্ষিতে আহমদ মিয়া বাদী হইয়া থানায় এজাহার দাখিল করিলে,এজাহার এফআইআর হিসেবে গন্য করিয়া আজমিরীগঞ্জ থানার মামলা নং৫, ১৯/১০/২৪ ইং,ধারা ২০০০সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু করতঃ আজমিরীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক বিশেষ অভিযানে জলসূখা ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামের বসির আহমেদের পুত্র তোফায়েল আহমেদ( ১৩) কে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অপরদিকে একই দিনে,আরেকটি অভিযানে গোপন সূত্রের ভিত্তিতে মৌলভীবাজার জেলার রাজনগর এলাকা থেকে শিবপাশা বং গ্রামের কাছু উল্লার পুত্র আজিজুল হককে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।জানা যায়,আজিজুল হক এক বছরের সাজা ও আটলক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টের আসামী।


এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাঈদূল হাসান বলেন,জনস্বার্থে অভিযাব অব্যাহত থাকবে।