সম্পাদক
আবদুর রহমান
কেফায়েত উল্লাহ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়ার জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টার প্রতিবাদে আজ দুপুর ১২.০০ ঘটিকার দিকে ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অফ লাইনে- অন লাইনে তাঁর সাম্প্রতিক একটি বক্তব্যের অপব্যাখ্যা এবং সুপার এডিটের প্রতিবাদে জেলা বিএনপি এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আবছারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন,খাগড়াছড়ি জেলায় পতিত স্বৈরাচারের পতনের পর বিএনপির নেতাকর্মী যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের পদ স্থগিত ও বহিষ্কার করা হয়েছে এবং কমিটি ও বিলুপ্ত করা হয়েছে। বাংলাদেশের কোনো জেলায় শক্ত হাতে এরূপ সিদ্ধান্তঃ নেওয়া হয়েছে কিনা তা বোধগম্য নয়। এরপরও ফেইসবুকে গত কয়দিনে গুজব ছড়ানোর প্রতিবাদে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়ার বক্তব্য খন্ডিত অংশ প্রচার করে,সেই খন্ডিত অংশ কিছু সাংবাদিক পোস্ট করে পাহাড়ের মাটি ও মানুষের নেতা জননেতা আব্দুল ওয়াদুদ ভুইয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করার পায়তারা করছে বলে প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করা হয়। প্রেস ব্রিফিংয়ে এহেন কর্মকাণ্ডের নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়।