সম্পাদক
আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মোঃ ইয়াকুর (৩০) নামের এক যুবককে হত্যার দায়ে ঘাতক রায়হান (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৌর শহরের ভাদুঘর এলাকা থেকে তাকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার হয়েছে বলে জানান সদর থানা পুলিশ। আটককৃত রায়হান সদর উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের নরসিংসার গ্রোমের স্থানীয় কুদ্দুস মেম্বারের ছেলে।
এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (সদর) আদালতে নিহত ইয়াকুব এর মা হালিমা বেগম একটি হত্যা মামলা দায়ের করে। এতে ১৭ জনকে আসামীর করা হয়। এই মামলায় নরসিংসার গ্রেমের ৪নং আসামী কুদ্দস মেম্বরের দুই ছেলের মধ্যে ২নং আসামী রায়হানকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আমরা ইয়াকুব হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত ২নং আসামী রায়হানকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করি। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত (২৬ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয় মাঠে সামিউন বাসির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নরসিংসার পশ্চিম পাড়া দল উত্তর পাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পশ্চিম পাড়া দল বাজি ফুটিয়ে উল্লাস প্রকাশ করে। এসময় উত্তর পাড়া দলের কয়েকজন বাঁধা দিলে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে কুদ্দুস মেম্বারের ছেলে রায়হান ও তারেকের নেতৃত্বে কয়েকজন ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে ইয়াকুবকে। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন।