আন্তর্জাতিক ডেস্ক

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার দ্রুত সহযোগিতা প্রয়োজন ৷ রোববার সৌদি আরবের  রাজধানী রিয়াদে পৌঁছেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷ একটি অঞ্চলিক সম্মেলনের যোগদানের  উদ্দেশ্যে রিয়াদে গিয়েছেন তিনি৷  সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানিও সম্মেলনে যোগ দেবেন৷

সম্মেলনের আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক সাংবাদিকদের বলেন, ‘‘সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদের মিত্রেদের, যারা মারাত্বক অপরাধে করেছে, তাদের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে৷”

তিনি বলেন, ‘‘ক্ষমতার এই পালাবদলের সময়ে সিরিয়ার দ্রুত অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন এবং সিরিয়ায় যাদের কিছুই নেই তাদেরকে আমরা সহযোগিতা চালিয়ে যাব যেমনটা আমরা পুরো গৃহযুদ্ধের সময়ে করেছি৷ আমরা খাদ্য, জরুরি আশ্রয়কেন্দ্র, এবং স্বাস্থ্যসেবার জন্য আরো ৫০ মিলিয়ন ইউরোর দেব৷’’

তার আগে দামেস্ক সফরের সময় বেয়ারবক বলেন, ‘‘সিরিয়ার উপর ইইউর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নির্ভর করবে দেশটিতে একটি ‘অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে কি না তার উপর’৷

উল্লেখ্য গত ৭ জানুয়ারি দ্য ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ইইউকে আহ্বান জানাচ্ছে জার্মানি৷ খবর: বিবিসি