ওমর ফারুক

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ পরিষদ এর সভাপতি আলী হোসেন এর নেতৃত্বে পরিষদের একটি প্রতিনিধি দল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন এবং দক্ষিণ আফ্রিকার সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন!
১৩ জানুয়ারি সোমবার দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন এর সভাপতি আলী হোসেন, সিনিয়র সহ-সভাপতি আনিস রহমান, সহ-সভাপতি মনির হোসেন ও  সদস্য হাসানসহ পরিষদের একটি প্রতিনিধি দল উপস্থিত এসময় ছিলেন।


বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এর সাথে সাক্ষাতে দক্ষিণ আফ্রিকার সমসাময়িক নানা বিষয় তুলে ধরেন তারা। এসময় আলোচনায় দক্ষিণ আফ্রিকা হতে সহজ ও বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানো, রেমিট্যান্স বৃদ্ধির জন্য দক্ষিণ আফ্রিকায় বর্তমান হাই কমিশনের নেতৃত্বে বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনকে নিয়ে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির ব্যবস্থা গ্রহণ।

সভপতি আলী হোসেন ও পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ


দক্ষিণ আফ্রিকার অন্যতম সমস্যা কিডনাপিং। এই কিডনাপিং এর বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তোলা এবং বাংলাদেশ হাইকমিশনকে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান।
দক্ষিণ আফ্রিকার বাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ব্যাপক চাহিদা। বাংলাদেশ গার্মেন্টস শিল্পের দক্ষিণ আফ্রিকায় বাজার সৃষ্টি জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সার্বিক সহযোগিতা করবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।
অত্যান্ত সৌহার্দপূর্ণ আলোচনা হওয়ায় দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের প্রতিনিধি দলের পক্ষে বাংলাদেশ পরিষদ সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।