মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

বুধবার ১৫ জানুয়ারি বিকেল ৫ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ২০২৪-২৫ রবি মৌসুমে ফুলবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রনোদনার আওতায় বোরো ধান (উফশী) জাতের সমলয় চাষাবাদে জাত (উফশী) ব্রিধান-১০২ বড়ভিটা ব্লক সমলয় চাষাবাদ প্রদর্শনীর বীজতলা পরিদর্শন করেন উপজেলা প্রশাসন।

এ প্রনোদনার আওতায় ১৫০ বিঘা জমিতে ৮০ জন কৃষক/কৃষাণী সরকারি সুবিধায় চাষাবাদ করছেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান (কনক),মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল অফিসার আসাদুজ্জামান আসাদ,জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী অফিসার হাসেন আলী, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর,একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ভেটেরিনারি সার্জন ডাঃ মওদুদ হাসান, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, তাজুল ইসলাম সরকার,এসএপিপিও শাহনাজ লাইজু চৌধুরী, কৃষক সুফিয়ার রহমান রব্বানী, শাহজাহান আলী, রোস্তম আলী বকসীসহ আরো অনেকে।