
নিউজ ডেস্ক
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের এক দফা দাবি জানিয়ে আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক ঐক্যজোট। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষকদের এই সংগঠন।
সোমবার (২৭ জানুয়ারি) তারা এই আল্টিমেটামের ঘোষণা দেন। আজ সোমবার শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এর আগে রোববার দুপুরে রাজধানীর শাহবাগে ৬ দফা দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।