নিউজ ডেস্ক

বুধবার (২৯ জানুয়ারি) সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় জুলাই আন্দোলনকে স্মরণ রাখা উচিৎ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণঅভ্যুত্থানের দিনকে স্মরণীয় করে রাখতে ৫ আগস্টই নির্বাচন দেওয়া যেতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন যদি বিলম্বিত হয়, তবে কী কারণে বিলম্ব হচ্ছে তা জনগণের কাছে তুলে ধরতে হবে।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আবারও শেখ হাসিনা দেশ দখলের নানা কায়দায় মেতে উঠেছে। এই পরাজিত শক্তিকে পরাভুত করতে গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার।

গণঅভ্যুত্থানে নিহতদের বিচার করতে গড়িমসি হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার করতে হবে।এসময় আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, কসাইয়ের কোনো অনুশোচনা থাকে না।